মোটরসাইকেল কিনে দেওয়ার ২৫ দিন পর দুর্ঘটনায় প্রাণ গেল ছেলের

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুরে এসএসসি পাশের পর বড় ছেলে সজিবের আবদার মেটাতে পিতাকে ধার দেনা করে নতুন মোটরসাইকেল কিনে দিতে হয়। ঠিক ২৫ দিন পর সেই মোটরসাইকেলে করে ছোটভাইকে নিয়ে আসার পথে দুর্ঘটনায় বড় ছেলে সজিব নিহত ও আহত হয় ছোট ছেলে শিশু তাহসিন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  রবিবার দুপুরে উপজেলার চাঁদপুর মোড়ে। নিহতের নিকটআত্মীয় সাংবাদিক হারুন অর রশিদ সেলিম জানান, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গরিবপুর গ্রামের স্কেভেটর চালক ফারুক হোসেনের দুই ছেলের মধ্যে বড় ছেলে সজিব হোসেন (১৮) এবার এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। এসএসসি পাশের পর থেকে সজিব তার পিতার কাছে নতুন মোটরসাইকেল কিনে দেবার আবদার করে আসছিল। ছেলে বাহানায় ধার-দেনা করে গত ২৫ দিন আগে পিতা বড় ছেলে সজিবকে একটি নতুন সুজুকি ভিক্সর ব্র্যান্ডের মোটরসাইকেল কিনে দেন। সেই মোটরসাইকেলে করে সজিব দুপুর ১২ টার দিকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছোটভাই প্রথম শ্রেণির ছাত্র তাহসিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর মোড় পার হবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে সজিব ও তার ছোট ভাই শিশু তাহসিন গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে সজিবের মৃত্যু হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।