শত বছরে পা রাখলো বাগেরহাটের যদুনাথ স্কুল

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ মুখার্জী প্রমুখ। আলোচনাসভা শেষে অতিথিগণ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। উল্লেখ্য ১৯২৩ সালের এই দিনে বাগেরহাট শহরের দশানী নামক স্থানে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।