খুলনার কর্মসূচি সফলে ঝিকরগাছায় বিএনপির প্রস্তুতি সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি খুলনার অবস্থান কর্মসূচি সফলে ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা, ঝিকরগাছা সদর ও শংকরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেনেয়ালী এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসলাইল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। বক্তব্য রাখেন, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান লিটু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য আব্দুস সালাম পলাশ। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফি, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিএনপি নেতা শফিউল্লাহ খান লিটন, ওলিয়ার রহমান, আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা সোহেল হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অপরদিকে এদিন বিকেলে পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে বর্ণি বাজারে, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে স্থানীয় কাশিপুর হাইস্কুল মাঠে, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমানের সভাপতিত্বে শংকরপুর ফেরিঘাটে এবং দলীয় কার্যালয়ে পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজনের সভাপতিত্বে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মুরাদুন্নবী মুরাদ, ইমরান হাসান সামাদ নিপুণ, আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, হাবিবুর রহমান মন্টু, বিএনপি নেতা গোলাম কাদের বাবলু, ডা. আবুল খায়ের, এনামুল হক বাবলু, আয়ুব হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।