খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে

0

 

খুলনা মহাপরিকল্পনাধীন এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে খুলনা জেলার লবণচরা থানার অর্ন্তগত কৃষ্ণনগর মৌজার জিএম কামরুল হাসানের অনুমোদিত নকশার খেলাপ করে নির্মাণাধীন দুইতলা ভবনের খেলাপি অংশ অপসারণ করা হয়। একই মৌজা ও দাগে জনৈক মোহাম্মদ রিয়াজুল আমিনের অনুমোদিত নকশার খেলাপ করে নির্মাণাধীন একতলা ভবনের আংশিক অপসারণ করা হয়। ভাঙ্গার কার্যক্রমে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা, অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।