বিজয়ের মাস

0

 

মাসুদ রানা বাবু ॥ আজ ৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে সর্বাত্মক লড়াইয়ে বাংলার আকাশ শত্রুমুক্ত হয়। মিত্রশক্তির বিমানবাহিনী ঢাকার আকাশ পুরোপুরি দখল করে নেয়। পাকবাহিনী প্রায় সকল বিমান বিধ্বস্ত হয়। ভারতীয় জঙ্গী বিমানগুলো অবাধে আকাশে উড়ে পাক সামরিক ঘাঁটিগুলোতে প্রচন্ড আক্রমণ চালায়। অকেজো করে দেয় বিমান বন্দরগুলো। এদিন যশোর ক্যান্টনমেন্টে অদূরে মনোহরপুর গ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াইয়ের পর এক পর্যায়ে পাক বাহিনী অস্ত্রশস্ত্র ফেলে পিছু হটতে শুরু করে। তারা যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়। পরবর্তীতে পাক বাহিনী মুুক্তিবাহিনীর সাথে প্রচন্ড লড়াইয়ে টিকতে না পেরে যশোর সেনানিবাস ছেড়ে পলায়ন শুরু করে। এদিকে তেজগাঁও এবং কুর্মিটোলা বিমানঘাটিতে পঞ্চাশ টনের মতো বিস্ফোরক নিক্ষেপ করে। পাক বাহিনী কনভয়ের ওপর ভারতীয় জঙ্গী বিমানগুলো আক্রমণে নব্বইটি গাড়ি ধ্বংস হয়। এছাড়াও পাক সৈন্য বোঝাই কয়েকটি লঞ্চ এবং স্টিমার ধ্বংস হয়। পাক নৌবাহিনীর গর্ব সাব মেরিন গাজী বঙ্গোপসাগরে নৌবাহিনীর যৌথকমান্ডের সফল আক্রমণে তা ধ্বংস হয়। সাবমেরিনটি মার্কিন যুক্তরাষ্ট্র হতে পাকিস্তান ধার হিসেবে পেয়েছিল। নৌ বাহিনীর যৌথ কমান্ড চট্রগ্রাম সমুদ্রবন্দরের সব নিরপেক্ষ রাষ্ট্রের জাহাজগুলো বন্দর ত্যাগের পরামর্শ দেয়। মিত্রবাহিনীর বিভিন্ন ইউনিট স্থলপথে এগিয়ে আসতে থাকে।