মণিরামপুরে হোটেলে কভার্ডভ্যান ঢুকে শিশুসহ নিহত ৫

0

স্টাফ রিপোর্টার্। যর্শোরের মণিরামপুরের বেগারিতলায় খাবারের হোটেলে কভার্ডভ্যান ঢুকে পিতা-পুত্রসহ ৫ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উল্লিখিত স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০) ও তার ছেলে তাহাসিব হোসেন (৭), একই গ্রামের শামসুর রহমান (৫৫) ও তার ভাইপো তৌহিদুর রহমান (৩৮) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।
মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, যশোর-সাতক্ষীরা মহাসড়কে মণিরামপুরের বেগারীতলা বাজারের আবু তালেবের খাবারের হোটেলে এ দুর্ঘটনা ঘটে। কভার্ডভ্যান ফেলে পালিয়ে গেছে চালক ও তার সহকারী।