মণিরামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরের মণিরামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। থানা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শনিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, ইফসুফ আলী গাজী, ফয়সাল হোসেন, ইমরান হোসেন, পৌর আহ্বায়ক কামরুাজ্জামান, এনামুল কাদির প্রমুখ।