ডুমুরিয়ায় গুণীজন ও আদর্শ শিক্ষকদের সংবর্ধনা প্রদান

0

 

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় গুণীজন ও আদর্শ শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেছে সামাজিক সংগঠন সোনামুখ। শুক্রবার ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে  সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভিাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শেখ আব্দুল জলিল।  অনুষ্ঠানে ৫ ক্যাটাগরিতে সংবর্ধিতরা হলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তকিম উদ্দিন সরদার, শেখ আব্দুল জলিল, হোসনে আরা খানম, সাধন বসু, কিরণ বৈরাগী, ড. ফেরদৌস খান, ননীগোপাল, কাদির কল্লোল, ইমাম হোসেন, সৌমেন মন্ডল, সুমন হোসেন, অসীম কুমার মন্ডল, মোস্তাক আহমেদ চৌধুরী, বিধানচন্দ্র বিশ্বাস, আব্দুল ওয়াদুদ, মোস্তাাক আহমেদ, লোকমান হাকিম, মহিবুর রহমান, আব্দুল গফফার, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, শেফাউল হোসনা তনু, ইলিয়াস মোড়ল, আশীষ কুমার বাগচি, নাজমা আক্তার স্বপ্না ও আব্দুল কাইউম জমাদ্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ার এইচ. জোয়ার্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর হাফিজুর রহমান, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের  সভাপতি খুবির প্রাক্তন ট্রেজারার অধ্যক্ষ খান আতিয়ার রহমান, আকরাম হোসেন, প্রফেসর ড. হায়দার আলী, প্রাক্তন যুগ্ম সচিব নিখিল রঞ্জন মন্ডল, ব্যাংকার এস এম নূরুল ইসলাম প্রমুখ।