যশোরে যৌনকর্মী উদ্ধার

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের একটি পতিতাপল্লীর বাসিন্দা আফিয়াকে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকাবাসী নানা অভিযোগ করেছেন।
কোতয়ালি থানা পুলিশের এসআই বিমান তরফদার জানান, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় বালিয়াডাঙ্গা বাবলাতলার একটি বাড়ি থেকে যৌনকর্মী আফিয়াকে তারা উদ্ধার করেন। পরে তার কাছ থেকে জানতে পারেন, আফিয়া যশোরের বাবুবাজার পতিতাপল্লীর বাসিন্দা। বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার জুয়েল নামে এক যুবককের সাথে সম্পর্কের কারণে তার সাথে সেখানে গিয়েছিলেন। তিনি আরো জানান, অভিযানের সময় জুয়েল কৌশলে পালিয়ে গেছেন। আফিয়াকে উদ্ধার করে কোতয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে আফিয়া নামে ওই নারীকে বালিয়াডাঙ্গা বাবলাতলার একটি বাড়িতে নিয়ে আসেন জুয়েল। সেখানে তারা এক সাথে থাকতেন।