ঝিকরগাছায় হাত ধোয়া দিবস পালিত

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই- এই স্লোগানে ঝিকরগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছার বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে হাত ধোয়া দিবস পালিত হয়েছে।  এই উপলক্ষে শ্রীরামপুর প্রত্যাশা মহিলা সমিতির সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী অন্তরা সরকার। বিশেষ অতিথি ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের যশোর রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম, ঝিকরগাছা ইউনিটের ম্যানেজার নাহিদ জুয়েল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়েভ ফাউন্ডেশন ঝিকরগাছার সিডিও মোমিনুর রহমানসহ প্রত্যাসা মহিলা সমিতির সদস্যবৃন্দ। পরে উপস্থিত সদস্যদেরকে খাবার আগে ও বাথরুমের পর সাবান দিয়ে হাত ধোয়া সেখান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী অন্তরা সরকার।