আজ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

0

স্টাফ রিপোর্টার ॥ আজ ২৭ অক্টোবর যুব,ঐক্য, প্রগতির পতাকাবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে যুবদল প্রতিষ্ঠা করেন। যার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন,আবুল কাশেম। পরবর্তীতে তিনি দলটির সভাপতি ও সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ দল থেকে উঠে এসেছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,বরকত উল্লাহ বুলু,অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনের মত দেশপ্রেমিক জাতীয় নেতারা।
এদিকে আজ দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদল বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কারবালা কবলস্থানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত ও বিকেল ৩ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনাসভা। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আলোচনাসভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। সকল কর্মসূচিতে জেলা যুবদলের অধীন সকল ইউনিটের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।