যশোরে আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও ব্যাডমিন্টন পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী আন্তঃস্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। রোববার জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনের খেলায় বালক একক চ্যাম্পিয়ন হয়েছে যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজের আলিফ রহমান। রানার আপ হয়েছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আরফাজ জামান সিয়াম।
বালক বিভাগে দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজের আলিফ রহমান ও ইশরাক রহমান। রানার আপ হয়েছে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাজ্জাদুর রহমান ও হানিফ হোসেন। বালিকা বিভাগে একক চ্যাম্পিয়ন হয়েছে সেবা সংঘ স্কুলের মাধুর্য ও রানার আপ হয়েছে বিমানবন্দর হাইস্কুলের আমিনা জাহান।
বালিকা বিভাগে দ্বৈত চ্যাম্পিয়ন সেবা সংঘের মাধুর্য ও সুমাইয়া রহমান। রানার হয়েছে আপ সরকারি বালিকা বিদ্যালয়ের ঋতুবালা ও নাজিবা রহমান।
সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত যশোর জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। ব্যাডমিন্টন পরিষদের সহ-সভাপতি এবিএম আখতারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, ব্যাডমিন্টন পরিষদের সম্পাদক ইউসুফ হাসান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, সদস্য এহসানুল হক সুমন, খায়রুজ্জামান বাবু প্রমুখ।