যশোর এমএম কলেজের আসাদ হলে হামলার ঘটনায় দুই পক্ষের মিছিল ও সংবাদ সম্মেলন

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোর সরকারি এমএম কলেজের আসাদ হলে হামলার ঘটনায় মঙ্গলবার ছাত্রদের দুই পক্ষ দুই স্থানে কর্মসূচি পালন করেছে। এক পক্ষ কলেজ ক্যাম্পাসে “ যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সন্ত্রাসী মোঃ তৌহিদুর রহমান তৌহিদ এর নেতৃত্বে সরকারি এম.এম কলেজের আসাদ হলে সাধারণ ছাত্রদের উপর নৃশংস হামলা করায় দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল” ব্যানার নিয়ে এবং অপরপক্ষ তৌহিদুর রহমানকে নির্দোষ দাবি করে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন।
সকাল সাড়ে ১১টার দিকে যশোর সরকারি এম.এম কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ লেখা ব্যানারে কলেজে মিছিল বের হয়। মিছিলটি আসাদ হলের সামনে থেকে শুরু হয়ে দক্ষিণ গেট প্রদক্ষিণ করে কলেজের ভাস্কর্যের কাছে এসে শেষ হয়।
এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্র কমন রুম, শহিদ মিনার ও ছাত্রী হোস্টেলের সামনে প্রতিনিয়ত বহিরাগতরা এসে মাদক সেবন করে। । সাধারণ ছাত্ররা মাদক সেবনে বাধা দেয়। এরই জের ধরে মাদসেবীরা রোববার রাতে আসাদ হলে ছাত্রদের উপর আকস্মিকভাবে হামলা চালায়। এতে পাঁচজন ছাত্র আহত হয়। বক্তারা এ হামলার নেতৃত্ব ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান দিয়েছেন দাবি করে হামলাকারীদের আটক ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।
মিছিলে উপস্থিত ছিলেন কলেজের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র ওহিদুল ইসলাম রাব্বী, এনামুল হোসেন, মোস্তাফিজুর রহমান, বিএসএস চতুর্থ বর্ষের ছাত্র সাইদ ,বিএ তৃতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম হোসেন প্রমুখ।
অপরদিকে একই দিন দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এমএম কলেজ আসাদ হলের আবাসিক শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজের শিক্ষার্থীদের পক্ষে সৌরভ ভট্টাচার্যের নাম লেখা থাকলেও তিনি উপস্থিত না থাকায় তার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন মামুনুর রশিদ রনি নামে অপর এক শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে বলা হয়, রোববার সন্ধ্যায় আসাদ হলে যারা হামলার সাথে জড়িত তারা কেউই এমএম কলেজের শিক্ষার্থী নন। তারা বহিরাগত সন্ত্রাসী। হামলাকারীদের চিহ্নিত করতে কলেজের শিক্ষকদের সহায়তায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ একশ্রেণির ষড়যন্ত্রকারী কলেজ শাখা ছাত্রলীগের এই জনপ্রিয় নেতাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা সোমবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে মিথ্যাচার করেছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এমএম কলেজ ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট করে মাদক ব্যবসা চালিয়ে আসছে। আবাসিক ছাত্রদের নানাভাবে হয়রানি করছে। এদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান তৌহিদ। এজন্যই তার ইমেজ নষ্ট করার জন্য একটি স্বার্থান্বেষী মহল এসব অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এসব অপপ্রচারে কান না দেয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানানো হয়।
উল্লেখ্য গত রোববার সন্ধ্যায় একদল সন্ত্রাসী আসাদ হলে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় হলের ৫ জন শিক্ষার্থী আহতসহ ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কোন ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ।