যশোরে জেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার দাবিতে নাসিমআরা চৌধুরীর সংবাদ সম্মেলন

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের জেলা পরিষদ নির্বাচনে অসুস্থ দাবি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শায়লা জেসমিনকে সমর্থন দিলেন ঝিকরগাছা থেকে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমআরা চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে নাসিমআরা চৌধুরী তার নিজের প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ঝিকরগাছা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী নাসিমআরা চৌধুরী দোয়াত কলম প্রতীক নিয়ে যশোর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন (চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা) ৩নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
আগামী ১৭ আক্টোবর ঐতিহ্যবাহী যশোর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থীতা প্রত্যাহারে কোন প্রভাব কিংবা চাপ আছে কিনা সাংবকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার শারীরিক অসুস্থতাসহ অনিবার্যকারণবশত স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত নির্বাচন থেকে আমার প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা করছি। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক (মাইক প্রতীক) প্রার্থী শায়লা জেসমিন, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, চৌগাছা উপজেলা মহিলালীগ নেত্রী শম্পা রেজা, উপজেলা ছাত্রলীগ নেতা শাকিল পারভেজ সোহান।