ঝিকরগাছায় মাছ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কর্মকর্তার

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা মাছবাজারে আড়ৎদার, পাইকারি ও খুচরা মাছ বিক্রেতাদের সাথে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ঘোষিত সময়ে ইলিশ বেচাকেনা থেকে বিরত থাকতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাছ বাজারে অনুষ্ঠিত সচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ।
এসময় বক্তব্য রাখেনঝিকরগাছা মাছবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, শামিম রেজা, সিরাজুল ইসলাম, ক্ষেত্র সহকারী রুহুল আমীন, অফিস সহকারী জাহিদ হোসেন। এসময় বিভিন্ন আড়তের মালিক, খুচরা ও পাইকারী বিক্রেতারাসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সচেতনতামুলক সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ঘোষিত সময়ে ইলিশ বেচা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ হন ব্যবসায়ী ও বিক্রেতারা।