নওয়াপাড়া পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার তিন পদে নির্বাচন অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ উৎসব এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যশোর নওয়াপাড়া পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার শীর্ষ তিন পদের নেতা নির্বাচন করা হয়েছে। কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত তিনটি পদের নেতারা হলেন সভাপতি মো. নাসির উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক সহিদুজ্জামান সাগর ও সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ মোল্যা। বৃহস্পতিবার নওয়াপাড়া পৌর বিএনপি কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৫ টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি মো. নাসির উদ্দিন শেখ ও মো. ইউসুফ আলী , সাধারণ সম্পাদক পদে সহিদুজ্জামান সাগর ও মো. মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ মোল্যা ও মো. নজির হোসেন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ৪৬৭ জনের মধ্যে ৩৫৪ জন তাদের ভোধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মিজানুর রহমান খাঁন ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, অত্যান্ত সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারও অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছেন। এই নির্বাচন টি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম, অ্যাড. আমিনুর রহমান, যশোর নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আলী হোসেন মদন প্রমুখ।