চৌগাছায় চাঁদা না পেয়ে দোকানে হামলা ব্যবসায়ী আহত, আটক ৩

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় চাঁদার টাকা না পেয়ে আওয়ামী লীগ নামধারী সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে বলে খবর পাওয়া গেছে। আহত ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩২) উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের মৃত ইমরান গাজীর ছেলে।
বুধবার সকাল ১০ টার দিকে সলুয়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নগদ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চৌগাছা হাাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত যশোরে রেফার করা হয়। ঘটনাস্থল হতে পুলিশ জিজ্ঞাসাবদে তিনজনকে আটক করেছে।
আহতের স্বজন, এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, আফরা গ্রামের জাহাঙ্গীর হোসেন পেশায় একজন ছিট কাপড় ব্যবকসায়ী। উপজেলার সলুয়া বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান আছে। প্রায় ১ মাস ধরে এলাকার চিহিৃত সন্ত্রাসী ক্ষমতাসীন দলের এক নেতার আর্শিবাদপুষ্ট বলে খ্যাত আফরা গ্রামের মৃত মকবুল হোসনের তিন ছেলে মুরশিদুল, মনজুরুল ও মকছেদুল হোসেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন সকালেও ওই সন্ত্রাসীরা ব্যবসায়ীর বাড়িতে গিয়ে চাঁদার টাকার জন্য হুমকি দিয়ে আসে। আহতের স্বজনরা জানান, প্রতি দিনের ন্যায় বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে জাহাঙ্গীর তার দোকান খুলে বসেন। বেলা সাড়ে ১০ টার দিকে উল্লেখিত সহোদরসহ একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শুকুর আলী, যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে ইমান আলী ও বাঘারপাড়া উপজেলার চানপুর গ্রামের (বর্তমান আফরা) মৃত লাল মিয়ার ছেলে আল আমিন আকস্মিকভাবে জাহাঙ্গীরের দোকানে ঢুকে চাঁদার দাবি করেন। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে হাসুয়া, লোহার রড, হাতুড়ি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে ক্যাশে থাকা ৩০ হাজার টাকা নিয়ে নেন। স্থানীয়রা সলুয়া বাজারে অবস্থানরত চৌগাছা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে মকছেদুল, মুরশীদুল ও আল আমিনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় আহত ব্যবসায়ীকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ শয্যা হাসপাতালে রেফার করেন।
আহতের বড়ভাই আলমগীর সিদ্দিক বলেন, দুই লাখ টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা ছোট ভাইকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে ভাইকে নিয়ে ব্যস্ত আছেন। ভাইয়ের শারীরিক অবস্থা কিছুটা ভাল হলে অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা করবেন।
চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার খন্দকার জুলকার হোসেন বলেন, আহতের মাথা, পা ও ডান হাতে মারাত্মক জখম থাকায় দ্রুতই যশোরে রেফার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এখনও মামলা হয়নি। মামলা হলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।