কলারোয়ায় পলাতক আসামি গ্রেফতার

0

 

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় ডাকাতি মামলার অন্যতম পলাতক আসামি সাইদুর গাজী (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে পুলিশের একটি টিম তালা থানা পুলিশের সহায়তায় তালা উপজেলার ধুলুন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত পলাতক আসামি ওই গ্রামের আমজেদ আলীর ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, গত ১৯ জুন কলারোয়া উপজেলার বাটরা এলাকায় ডাকতির ঘটনায় ইতোপূর্বে ৯ জনকে গ্রেফতার করা হয়। ওই ডাকাতি মামলায় সাইদুর অন্যতম আসামি। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।