শরণখোলা- মোরেলগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

0

 

 

শরণখোলা(বাগেরহাট) সংবাদদা॥ মালিক সমিতির দুই নেতার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জ রুটের লোকাল বাস চলাচল বন্ধ করে দিয়েছেন সাধারণ মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সমিতির একাধিক নেতা ইচ্ছেমতো জেলা বাস মালিক সমিতির সঙ্গে যোগশাজসে তাদের পছন্দমতো বাস নির্ধারণ করেন। সরাসরি এই রুটে সাধারণ মালিকদের সুযোগ দেয়া হয়না। তারা সমিতির নামে প্রতিটি লোকাল বাস থেকে প্রতিদিন ২৪০ টাকা এবং দূর পাল্লার পরিবহন থেকে ১২০টাকা চাঁদা আদায় করে নিজেরা আত্মসাৎ করেন। যা সমিতির কোনো উন্নয়নে কাজে আসছে না। আয়Ñব্যয়ের কোনো হিসাব দেন না তারা। তাই বাধ্য হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, বিষয়টি নিয়ে দুইপক্ষের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে।