চৗগাছায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় শ্বাসরোধ করে ডিভাইন কোল্ড স্টোরের নারী কর্মী শাহিদা খাতুন (২৯) হত্যা মামলার আসামি নিহতের স্বামী সেলিম (৪০)- কে আটক করেছে পুলিশ। আসামি সেলিম কুষ্টিয়া জেলার বেদ্যনাথতলা গ্রামের মৃত নজির মালিখার ছেলে। সোমবার কুষ্টিয়া জেলার দৌলতপুরে অভিযান পরিচালনা করে প্রধান আসামি অভিযুক্ত সেলিমকে আটক করা হয়। আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক হত্যায় গলায় ফাঁসের জন্য ব্যবহৃত রশি উদ্ধার করেছে পুলিশ। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কোল্ডস্টোরের নারী কর্মী শাহিদা হত্যাকান্ডের পর প্রাথমিকভাবে ধারনা করা হয় নিহতের স্বামীই তাকে হত্যা করেছে। এরই প্রেক্ষিতে চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজের নেতৃত্বে (ওসি তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী, এস আই বিপ্লব সরকার, মেহেদি হাসান, সৌরভ কুমার গাঙ্গুলী, এনামুল হককে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। পলাতক স্বামীকে খোঁজখবর নিতে থাকে তদন্ত দল। একপর্যায় পুলিশ জানতে পারে নিহত শাহিদার স্বামী কুষ্টিয়া দৌলতপুর এলাকায় অবস্থান করছে। এরপর অভিযানের মাধ্যমে কুষ্টিয়ার দৌলতপুর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেছে। তার দেয়া তথ্য মতে, চৌগাছা সরকারি কলেজে পাশের জঙ্গল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি রশি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে সেলিম হত্যার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।