চুয়াডাঙ্গায় ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা ও মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূইয়া। মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান জোয়ার্দ্দার।
উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।