বাঘারপাড়ায় আ.লীগের প্রয়াত দুই নেতার স্মরণসভা

0

 

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার বিকেলে বাঘারপাড়ায় যশোর জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি রওশন আলী ও খান টিপু সুলতানের স্মরণে সভা ও দোয়া মাহফিল হয়েছে। বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী। সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সদর উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, আলমঙ্গীর হোসেন, এনায়েত হোসেন লিটন, সেলিম রেজা বাদশা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রয়াত দুই নেতার বিদেহী আত্মার মাগফিরাতে কামনায় দোয়া করা হয়।