সুন্দরবনে হাজার কেজি কাঁকড়া আটক,অতঃপর লাখ টাকায় মুক্ত

0

 

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এক হাজার কেজি কাঁকড়াসহ ৪ ব্যক্তিকে আটক করে। রোববার সকাল হতে অভিযান চালিয়ে নৌকা, ট্রলার ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসার নুর আলম।
আটক ৪ ব্যক্তি হলেন- কয়রা উপজেলার বেদকাশি গ্রামে শওকত মোড়লের ছেলে আজগার আলী, গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মকবুল শেখের ছেলে মাছুম বিল্লাহ ও রুহুল আমিন শেখের ছেলে সাত্তার শেখ এবং কয়রা উপজেলার কয়রা সদর এলাকার আশাফুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম।
বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসার নুর আলম জানান, সকালের দিকে গোপন সংবাদ পেয়ে গাবুরার চৌদ্দরশি এলাকায় অভিযান চালিয়ে ৭শ কেজি কাঁকড়া ও ১ টি ট্রলারসহ আজগার আলীকে আটক করা হয়। অপর এক অভিযানে ১শ কেজি কাঁকড়া সহ মাছুম বিল্লা ও ছাত্তার শেখকে আটক করা হয়। অপর এক অভিযানে নেকজানিয়া স্কুলের সামনে থেকে একটি হোন্ডা মোটরসাইকেলসহ শহিদুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বস্তা ভর্তি ২শ কেজি কাঁকড়া জব্দ করা হয়। সমুদয় কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয় বলে তিনি জানান।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বন আইনে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেয়া হয়েছে।