চুকনগরে মোটরসাইকেলের শো রুম উদ্বোধন

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার চুকনগরে বাজাজ মোটরসাইকেলের শো রুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় চুকনগর-খুলনা বাসস্ট্যান্ডের উত্তর পার্শ্বে একটি বহুতল ভবনের নিচতলায় এই শো রুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। উদ্বোধক ছিলেন উত্তরা মটরস্‘র প্রধান নির্বাহী দিলিপ ব্যানার্জি।
ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সাংবাদিক শ্যামল সরকার এবং ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া। স্বাগত বক্তব্য দেন শো রুমের স্বত্বাধিকারী জয়দেব আঢ্য।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমীর দে গোরা, মাইকেল রায়, চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম ব্রাউন, প্রহল্লাদ ব্রহ্ম প্রমুখ।