চৌগাছায় ২০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও একটি ট্রাক সড়কের উপর উল্টে যায়। অপরটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। প্রায় ২০ ঘন্টা পর সড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়। বুধবার রাত ১২ টার দিকে চৌগাছা মহেশপুর সড়কের টেংগুরপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার রাতে যশোরের নওয়াপাড়া হতে বালি বোঝাই করে একটি ট্রাক(ঝিনাইদাহ ট- ১১-০৬৮৫) মহেশপুর উপজেলার নেপা বাজারের উদ্দেশে রওনা দেয়। একই রাতে মহেশপুর হতে পেয়ারা ও পেঁপে বোঝাই করে আর একটি ট্রাক (যশোর ড-১১-১১৯০) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে উভয় ট্রাক চৌগাছার পশুহাটের অদূরে টেংগুরপুর প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় ট্রাকের চালক ও হেলপার আহত হলেও তা গুরুতর না বলে জানা গেছে। দুর্ঘটনায় পেয়ায়া বোঝাই ট্রাকটি ধাক্কা খেয়ে সড়কের উপর উল্টে যায় এবং বালি বোঝাই ট্রাক সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে থেমে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উভয় ট্রাক হতে চালক ও হেলপারদের উদ্ধার করেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১০ টা পর্যন্ত ওই সড়কে যানচলাচল বন্ধ ছিল।
স্থানীয় বাসিন্দা পলাশ হোসেন, আব্দুল শেখ, লিটন হোসেন বলেন, রাত ১২ টার দিকে সড়কে বিকট শব্দ হলে দ্রুত সড়কে চলে এসে দেখি একটি ট্রাক উল্টে গেছে। অপরটি গাছের সাথে ধাক্কা লেগে সেখানে দাঁড়িয়ে গেছে। দ্রুত ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারদের আমরা উদ্ধার করি। তবে এই ঘটনায় কেউ মারাত্মক আহত হননি।
পেয়ারা ব্যবসায়ী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি দ্রুতই এখানে চলে আসি। অনেক মালামাল নষ্ট হয়ে গেছে।
বালি বোঝাই ট্রাকের হেলপার মিজানুর রহমান বলেন, সবজি বোঝাই ট্রাকটি আমাদের ট্রাকের সামনে থাকা অপর একটি ট্রাকের সাথ হালকা ধাক্কা লেগে এক চাকা কাঁচা সড়কে নেমে যায়। দ্রুত পাকা সড়কে উঠতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাক দুটির কারণে সড়কে যার চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দুর্ঘটনার কবলে পড়া ট্রাক দুটি সরিয়ে নিলে চলাচল পুনরায় স্বাভাবিক হয়।