ফুলতলা উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

 

ফুলতলা (খুলনা) অফিস॥ বাংলাদেশ স্কাউটস ফুলতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং মো. হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা স্কাউটসের উদ্যোগে হাবিবুর রহমান মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। স্বাগত বক্তব্য দেন স্কাউটসের ফুলতলা উপজেলা কমিশনার প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন , মো. আকতার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, স্কাউটসের জেলা উপ-পরিচালক লতিফ উদ্দিন আহেমদ, সম্পাদক মো. আমিরুল ইসলাম, স্কাউটস কমিশনার মো. ফরহাদ হোসেন, শিক্ষাবিদ আলহাজ আনোয়ারুজ্জামান মোল্যা ।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিনকে সম্পাদক এবং মল্লিক মো. হফিজুর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।