নুরে আলম-রহিম স্মরণে খুলনায় বিএনপির দোয়া মাহফিল

0

 

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৬ আগস্ট) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আমির এজাজ খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও খুলনা-৩ আসনের জনপ্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল, আবু হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক স ম আ রহমান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মোল্লা খায়রুল ইসলাম, মো. রকিব মল্লিক, শেখ তৈয়েবুর রহমান,শামীম কবির প্রমুখ।