দেওয়ালে বিয়ের ছবি দেখে ডাকাতেরা বলল এই স্বর্ণালঙ্কার কই

0

 

শামসুল আলম খোকন, ফুলতলা (খুলনা)॥ খুলনার ফুলতলা উপজেলার বুড়িয়ারডাঙ্গা এলাকায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পরিবারের লোকজনের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় দুই লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল সেটসহ ১২ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে পরিবারের দাবি। ডাকাতরা দেওয়ালে ঝোলানো বিয়ের ছবির স্বর্ণালংকার কোথায় আছে তা জানান জন্যে চাপ দেয়। গত মঙ্গলবার আনুমানিক রাত ২টার দিকে ওই এলাকার শিল্পপতি ইমান হোসেন মোড়লের ভাই মৃত মিজানুর রহমান মোড়লের বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত মিজানুর রহমান মোড়লের স্ত্রী সাহিদা বেগম বলেন, রাত আনুমানিক ২টার দিকে ঘরের পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ৫/৬জন ডাকাত তার ঘরে প্রবেশ করে। ঘরের ঢোকার পর অস্ত্রের মুখে ডাকাতরা তাকে এবং তার ছেলে রাহুল মোড়ল (২১) ও লাতিব মোড়ল (৯)কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেধড়ক মারধর করে। এতে তার দুই ছেলে আহত হয়। সে সময় ডাকাতেরা বাড়ির কোথায় কী আছে জানতে চায় এবং দেওয়ালে বিয়ের ছবি দেখে স্বর্ণালংকারের দাবি করে। এক পর্যায় বাড়ির সবকিছু তছনছ করে ডাকাতেরা। পরে তারা দুই ঘণ্টা ধরে তার বাড়িতে ডাকাতি করে। এসময় আলমারি ও ড্রয়ারে রক্ষিত নগদ প্রায় ২ লাখ টাকা ও তার গলায় থাকা চেইন ও কানের দুলসহ ১৫ ভরি স্বর্ণালংকার এবং রাহুল মোড়লের ওয়ান প্লাস মোবাইলসহ দুটি মোবাইল সেট লুটে নিয়ে যায়।
খবর পেয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস তালুকদার ও ওসি (তদন্ত) মো. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মামলা হলে তদন্ত পূর্বক ঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানিয়েছেন। বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।