মণিরামপুর উপজেলা আলীগের বিতর্কিত কমিটি অবশেষে বাতিল হলো

0

 

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে যশোরের মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করা হয়েছে।  মঙ্গলবার ঢাকাস্থ বাংলাদেশ আওয়ামীলীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হকের ব্যাক্তিগত অফিসে অনুষ্ঠিত জরুরি সভা শেষে তিনি কমিটি বাতিল ঘোষণা করেন। বিষয়টি প্রেস নিশ্চিত করেছেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা কনক। ১ আগস্ট এ নিয়ে লোকসমাজে একটি সংবাদ প্রকাশিত হয়। গত ৩০ জুলাই জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। কমিটিতে ছিল না জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষর। গঠনতন্ত্র না মেনে এই কমিটি অনুমোদন দেয়া হয়। ত্যাগীদের বাদ রেখে, সর্বোচ্চ বিতর্কিত, সমালোচিত, বিভিন্ন অপরাধ ও অপকর্মে লিপ্ত ব্যাক্তিদের ওই কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়। অনেকেই ধর্ষণ ও নারী নির্যাতন,সরকারি চাল আত্মসাৎ মামলারও আসামি। এ কমিটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পদ বঞ্চিতরা বিক্ষোভে ফেটে পড়েন। সর্বশেষ গতকাল মঙ্গলবার বিএম মোজ্জাম্মেল হক জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে জরুরি সভা করেন। সভা থেকে তিনি গঠনতন্ত্র না মেনে কমিটি করার অভিযোগে তা বাতিলের ঘোষণা দেন। একই সাথে আগামী সেপ্টেম্বর মাসে গঠনতন্ত্র মেনে কমিটি করা হবে এমন বলে জানান।