যশোরে কিশোরেী ধর্ষণের অভিযোগ, যুবলীগ নেতা ‘ঢোল’ রফিকসহ গ্রেফতার ৪

0

লোকসমাজ ডেস্ক॥ যশোরে ঈদুল আজহার আগের রাতে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী।
এ ঘটনায় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ওই কিশোরী বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় আটক চার জনসহ ছয় জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তরা হচ্ছেন- কাজীপাড়ার পুরাতন কসবার শহীদ (৪০), সিটি কলেজ পাড়ার মিরাজ হোসেন আকাশ (২০), পুরাতন কসবার রফিক হোসেন ওরফে ঢোল রফিক (৫৪), আরবপুর আয়েশা পল্লীর তাওসিন বিল্লাল (২০), ঘোপ জেল রোড বেলতলার আরাফাত আহম্মেদ (১৯) ও পুরাতন কসবা গরীব শাহ মাজার রোডের রাফাত ইয়ামিন (২৪)।
জেলা পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর শহরের ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আকাশের (২০)। তারা শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় শহরের গাড়ীখানা সড়কের পুনাক মেলায় ঘুরতে যান।
মেলা থেকে দুই বন্ধু তাওসিন বিল্লাল ও আরাফাতকে সঙ্গে নিয়ে রাতে যশোর শহরে বিমান অফিস মোড়ে রফিক হোসেন ওরফে ঢোল রফিকের দুতলা ভবনের অফিস কক্ষে কিশোরীকে নিয়ে যান আকাশ।
সেখানে মেয়েটিকে প্রথমে ধর্ষণ করেন ঢোল রফিকের দেহরক্ষী পুরাতন কসবা কাজীপাড়ার শহীদ (৪৩)। এরপর রাফাত ও অন্যান্যরা ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার করেন।
পরবর্তীতে আকাশ, আরাফাত, বিল্লাল মেয়েটিকে নিয়ে বাসায় দিয়ে আসতে যান। এসময় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে টহল পুলিশের জেরার মুখে পুলিশকে সব খুলে বলেন মেয়েটি। তখন ছেলেগুলো পালানোর চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ।
পরবর্তীতে আটকদের তথ্যে ঢোল রফিককে কাঁঠালতলা থেকে আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করীম গণমাধ্যমে বলেন, পলাতক আসামিদের আটকের চেষ্টা করা হচ্ছে।