নওয়াপাড়ায় ওসির মতবিনিময়

0

 

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ যশোরের শিল্প ও বাণিজ্যিক শহর নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী, ব্যাংকার ও ইজিবাইক চালকদের সাথে থানার ওসির আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নওয়াপাড়া বাজার কাপুড়িয়াপট্টিতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম। এ সময় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন থানার অফিসার্স ইনচার্জ একে এম শামীম হাসান। তিনি বলেন, আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে কোন ধরনের আইনশৃংখলার অবনতি না হয় এবং সাধারণ ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে সে জন্য থানা পুলিশ তৎপর রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কাপুড়িয়াপট্টির সাধারণ সম্পাদক আমজেদ হোসেন, ব্যবসায়ী জয়নাল আবেদীন সরদার, জুয়েলারি সমিতি উপজেলা শাখার সভাপতি সুশিল কুমার দাস ঝন্টু, সংগাঠনিক সম্পাদক সংবাদিক মল্লিক খলিলুর রহমান প্রমুখ। সভা শেষে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে অভয়নগর থানার ওসি নওয়াপাড়া গরুর হাট পরির্দশন করেন। পরে নুরবাগ ইজিবাইক, মোটরসাইকেল চালকদের সাথেও আইনশৃংখলা ও সড়কে যেন কোন প্রকার যানযট সৃষ্টি না হয় এ ব্যাপারে ওসি একে এম শামীম হাসান দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহম্মেদসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা। বিকেলে অভয়নগর থানায় নওয়াপাড়ার শহরের বিভিন্ন ব্যাংক কর্মকর্তার সাথে আইন শৃংখলা বিষয় নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এসময় থানার অফিসার্স ইনচার্জ একে এম শামীম হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের নওয়াপাড়া শাখার ম্যানেজার মিজানুর রহমান অন্যন্যে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।