যশোরে জেলি পুশ করা চিংড়ি জব্দ, অর্ধলাখ টাকা অর্থদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর রাজারহাটে গত শনিবার জেলি পুশকরা এক টন চিংড়ি জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় চিংড়ির মালিক রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা খবর পায় জেলি পুশ করা একটি ট্রাক ভর্তি চিংড়ি সাতক্ষীরা জেলা হতে যশোর হয়ে সিলেটে যাবে। এ খবর পেয়ে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, স্কোয়াড কমান্ডার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে একটি অভিযানিক দল রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজারহাটে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সেখানে ওই ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১৪-৭৯৭২) থামিয়ে তল্লাশি চালিয়ে জেলি পুশ করা ১ টন চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিংড়ির মালিক কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে জব্দকরা চিংড়ি ধ্বংস করা হয়।