যশোরের বসুন্দিয়া বিএনপির সভায় অধ্যাপক নার্গিস বেগম সরকার সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সরকার শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে নয়, তার জনপ্রিয়তাকে ভয় পায়। যে কারণে একটি সাজানো পাতানো মামলায় ফরমায়েসি রায়ের মাধ্যমে তাকে বন্দি করে রেখেছে। তিনিই শুধু বন্দি নন, সমগ্র দেশটাকে এই সরকার কারগারে পরিণত করেছে।
গতকাল শনিবার সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির নব গঠিত কমিটির পরিচিতি সভায়,প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিয়নের মোড়ে অনুষ্ঠিত সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, জনগণ মুক্তির জন্য উন্মুখ হয়ে আছে। সমগ্র জনতা আজ ফুঁসে উঠেছে। সকলকে ঐক্যবদ্ধ করে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই কর্তৃত্ববাদী সরকারের পতন নিশ্চিত করতে হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. নুরুজ্জামান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূর-উন-নবী, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,আশরাফুজ্জামান মিঠু, জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান, সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী হাসিনা ইউসুফ বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ প্রমুখ।