বিএনপি জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ক্ষমতার পালাবদল ঘটাতে চায় : নার্গিস বেগম

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটাতে চায়, ভোট ডাকাতির মাধ্যমে নয়। বিএনপি বরাবরই জনগণের মতামতকে প্রধান্য দিয়ে আসছে। তারা জনগণের রায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান প্রদান করে।  রোববার সদর উপজেলা ফতেপুৃর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিয়নের হামিদপুর বাজারে অনুষ্ঠিত সভায়, অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন,বিএনপির সাথে জনগণের ভাগ্য মিশে আছে। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে,জনগণের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটেছে। তাই নিজের নয়,জনগণের ভাগ্যে পরিবর্তন ঘটাতে বিএনপি ক্ষমতার পারাবদল ঘটাতে চায়। বিএনপির লক্ষ্যই হচ্ছে,এই কর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। যে সরকার জনগণের সকল আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে। জনগণকে সাথে নিয়ে এই কর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। সভা শেষে চুয়াডাঙ্গা থেকে রাজনৈতিক সফর শেষে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নূর-উন-নবী, সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, বর্তমান সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা এম এ জলিল,মনজুরুল মাহমুদ লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও পরিচালনা করেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।