উৎসবমুখর পরিবেশে নেহালপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন সম্পন্ন

0

 

মাসুদ রানা বাবু ॥ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে উৎসব এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যশোরে মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ওই তিন পদের নেতারা হলেন, সভাপতি নজমুস সাদত, সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান, ও সাংগঠনিক সম্পাদক আলী হামজা।  রোববার জেলা বিএনপি কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ভোটগ্রহণ হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। কোনো বিভেদ কিংবা বিভাজন থেকে এই নির্বাচন নয়। দলের নেতৃত্বের প্রতিযোগিতা, কর্মীদের মতামতকে প্রাধান্য দিতে এই নির্বাচন। এমনটি বলছেন,দলটির নেতাকর্মীরা। ভোটগ্রহণ চলাকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে জেলা বিএনপি কার্যালয়সহ এর গোটা আশপাশ এলাকা দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। তেমনি ভোটাররাও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করেন। প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে অর্ধশত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটাদের মধ্যেও আনন্দ উচ্ছ্বাসের কমতি ছিল না। নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রাম থেকে আসা ষাটোর্ধ্ব পারুল দাস বলেন, দীর্ঘ দিন পর নিজের ভোট নিজে দিতে পারা এটা অন্য রকম অনুভূতি। সেটা বলে বোঝাতে পারবো না। একই অনুভূতি ব্যক্ত করেন, বালিদা গ্রামরে সত্তোর্ধ্ব পীর আলী। তিনি বলেন, প্রাপ্তি এতটুকুই জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে না পারলেও আজকে দলের নেতৃত্ব নির্বাচনে নিজের ভোটটা নিজে প্রদান করতে পারলাম। নির্বাচনে সভাপতি পদে নজমুস সাদত ও রফিকুল বারী এবং সাধারণ সম্পাদক পদে জি এম খলিলুুর রহমান ও আব্দুল বারী মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে একাধিক নেতৃত্ব প্রত্যাশী না থাকায় আলী হামজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী একে অপরকে জড়িয়ে ধরেন। সকলে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি নজমুস সাদত বলেন, জয় পরাজয় ভুলে সকলকে সাথে নিয়ে দলের কমিটি পুনর্গঠনে কাজ করবো। সকলকে ঐক্যবদ্ধভাবে দলের সকল কর্মসূচিতে অংশ নেব। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, আলহাজ মিজানুর রহমান খান,মো. মুছা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিনিধি এ কে শরফুদ্দৌলা ছোটলু, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ত অ্যাড. মকবুল ইসলাম,আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।