স্বেচ্ছাসেবক দলের ফরম বিতরণ অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যা কবলিত মানুষের জন্য পদ্মা সেতুর উদ্বোধন ব্যয় কাটছাট করার আহ্বান

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, স্মরণকালের বন্যায় যখন সিলেট ও সুনামগঞ্জের মানুষ পানিতে ভাসছে, তখনো সরকার কোটি কোটি টাকা খরচ করে পদ্মা সেতু উদ্বোধনের পরিকল্পনায় ব্যস্ত রয়েছে। জনগণ না বাঁচলে কে উঠবে ওই পদ্মা সেতুতে? সবার আগে জনগণকে বাঁচাতে হবে। জনগণের টাকায় ওই পদ্মা সেতু, আর উদ্বোধনে যে টাকা ব্যয় করা হবে সেটিও জনগণের টাকা। তাই জনগণের টাকা অপচয় না করে সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্যে ব্যয় করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আজ শনিবার জন্য যশোর জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের ১৬ ইউনিটের নেতৃবৃন্দের কাছে তথ্য উপাত্ত যাচাই ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন,গণতন্ত্রহীন বাংলাদেশে জনগণের ভোটাধিকার, আইনের শাসন, মুক্তভাবে কথা বলা, কিংবা স্বাভাবিক ভাবে বেঁচে থাকা কোনোটির নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতি থেকে দেশে ও জাতিকে উত্তরণের দায়িত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের। যেভাবে তিনি ক্রান্তিকালে ত্রাণকর্তা হিসেবে দেশ ও জাতিকে উত্তরণ করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে দলের কমিটি পর্নগঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের বিষয় তৃণমূলের ওপর ছেড়ে দিয়েছেন। তৃণমূল যাকে বেছে নেবে তার নেতৃত্বে আগামী দিন দল পরিচালিত হবে। আমরা চাই আগামীতে তৃণমূলের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের অধিনস্ত ১৬ টি ইউনিটের নেতাকর্মীদের হাতে ফরম তুলে দেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আলহাজ মিজানুর রহমান খাঁন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজানুল ইসলাম খান রিয়েল, সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, মাহমুদ হাসান চুন্নু, আনারুল করিম আজাদ, প্রভাষক বাবুল আক্তার, সাঈদ হাসান হীরা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীসহ জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলার অধীনস্থ ১৬টি ইউনিটের নেতৃবৃন্দ।