রাজারহাটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট জব্দ,আটক দুই

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর রাজারহাট মোড়ে গত বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটকরা হলেন, সদর উপজেলার রামনগর মিলপাড়ার (রাজারহাট) পিয়ার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৭) ও রামনগর ধোপাপাড়ার (রাজারহাট) মৃত রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৪৫)।
ডিবি পুলিশ জানায়, দুপুর পৌনে ২টার দিকে তাদের এসআই আমিরুল ইসলাম ও এএসআই মো. ইমদাদুল হক রাজারহাট মোড়ের কেয়া হোটেলের সামনে অভিযান চালান। এ সময় তারা সেখান থেকে ফিরোজ হোসেন ও সিরাজুল ইসলামকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।