কলারোয়ায় হানিফ পরিবহন থেকে ফেনসিডিলসহ আটক ২

0

 

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচ হানিফ পরিবহন থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কলারোয়ার বাস কাউন্টার থেকে ২০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন গাড়ির হেলপার সাতক্ষীরা জেলার পুরাতন সাতক্ষীরা (ঘোষপাড়ার) মৃত সামছুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম(২৬) ও ড্রাইভার একই জেলার রসূলপুর গ্রামের হযরত আলীর ছেলে কুরবান আলী সরদার(৪৫)।
কলারোয়া থানার এসআই রঞ্জন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাতক্ষীরা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি নৈশ কোচ ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধার নেতৃত্বে পুলিশ নিয়ে অভিযান চালানোর উদ্দেশ্যে কলারোয়ার পরিবহন কাউন্টারে ওঁৎ পেতে থাকেন তারা। কিছুক্ষণ পর হানিফ পরিবহন আসা মাত্র সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদেরকে দেখে খায়রুল হাতে থাকা একটি কাল রঙের ব্যাগ নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দৌড়ানোর চেষ্টাকালে এএসআই নাসিরউদ্দীন তাকে ব্যাগসহ আটক করেন। পরে ব্যাগ খুলে দেখা যায় সেখানে ২০ বোতল ফেনসিডিল আছে। তিনি স্বীকার করেন, এই মালগুলো ড্রাইভারের কথামত বহন করে নিয়ে যাচ্ছিলেন।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার এসআই মাসুদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।