বাগেরহাটে সাবেক সচিব ও ভাইয়ের বাড়িতে ডাকাতি

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাটে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিবুল হকের বাড়ি ও তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লখপুর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ ২লাখ ৪০হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ফকিরহাট থানা পুলিশ সূত্রে জানাযায়, মই দিয়ে দেয়াল টপকিয়ে অবসরপ্রাপ্ত সচিব মো. মহিবুল হকের বাড়িতে প্রবেশ করে দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ঢোকে ডাকাত দলটি। পরবর্তীতে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ডাকাত দল। তবে বাড়িতে কেউ না থাকায় কী কী নিয়েছে তা জানা যায়নি।
অন্যদিকে, মুখোশধারী ডাকাত দল সচিবের বাড়ির সামনে বসবাসকারী তার চাচাত ভাই শহিদুল হক সাবুর বাড়ির গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির সকলকে বেঁধে রেখে আলমারি ভেঙ্গে নগদ ২লাখ ৪০হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গছে বলে গৃগকর্তা শহিদুল হক সাবু জানিয়েছে।
খবর পেয়ে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলীমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান বলেন, ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।