যশোরে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি কার্যক্রম উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ব্রাদার টিটো’স হোমের ইভ্যালুয়েট-এইম-রিপিট (ইএআর) প্রোগ্রাম’র উদ্বোধন হয়েছে। মঙ্গলবার যশোর জিলা স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিতে ব্যবহারিক দক্ষতা যাচাই ও মূল্যায়নের উদ্দেশ্যে কার্যক্রমটি চালু করা হয়েছে। ব্রাদার টিটো’স হোমের ইংরেজি ভাষা গবেষণা প্রকল্প রিসার্চ ইন স্টুডেন্টস‘ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল’র (আরআইএসইএলএস) আওতায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হবে।
গতকাল মঙ্গলবার উদ্বোধনী দিনে জিলা স্কুলের অষ্টম শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী ইভ্যালুয়েট-এইম-রিপিট (ইএআর) কার্যক্রমে অংশ নেয়। কার্যক্রমটিতে ৪০ মিনিটের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর ছিল মূল্যায়ন, বিশ্লেষণ ও ইংরেজি ভাষা শেখায় করণীয় নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা পর্ব। সেশন পরিচালনা করেন ইভ্যালুয়েট-এইম-রিপিট (ইএআর) প্রোগ্রাম’র প্রধান সমন্বয়ক ব্রাদার টিটো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন্নাহার, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যশোর জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান, যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক উত্তম কুমার মন্ডল, সহকারী শিক্ষক উদয় প্রকাশ কুন্ডু, যশোর সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব পারভেজ, ব্রাদার টিটো’স হোম স্কুলের শিক্ষক ওয়াহিদা তিনা, জোহরা আহাদ, ফারহা মল্লিক, শারিকা নওশিন প্রমুখ।