যশোরে যুবদল নেতা সুমনের মায়ের ইন্তিকাল নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিতের শোক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসিফ আলী সুমনের মা জরিনা বেগম ইনিন্তকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি উপশহর সি ব্লকের নিজ বাসভবনে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে যুবদল নেতা আসিফ আলী সুমনের মা জরিনা বেগমের মৃত্যুর সংবাদ শুনে তার বাস ভবনে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এসময় তিনি মরহুমার শোকাহত স্বজনদের সান্ত¡না দেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক (খুলনা বিভাগ) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত শোকাহত স্বজনদের খোঁজ খবর নেন। বুধবার বাদ জোহর উপশহর বি ব্লক জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আঞ্জুরুল হক খোকন, সদস্য রেজাউল ইসলাম কামাল, জেলা আওয়ামী লীগ নেতা ফারুখ আহমেদ কচি, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, যুবলীগ নেতা সৈয়দ মুনসুর আলম প্রমুখ। জানাজা শেষে তাঁকে উপশহর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।