কাশিমপুর বিএনপির তরিকুল ইসলামের কবর জিয়ারত

0

 

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোর সদর উপজেলা কাশিমপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ। বুধবার ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আইয়ুব হোসেন সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে কারবালা কবরস্থানে গিয়ে বর্ষীয়ান রাজনীতিকের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু খায়ের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান, সদর উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক তানভীর রায়হান তুহিন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা অহিদুজ্জামান মিলন, এনামুল হোসেন, রহিম বক্স,ইসলাম মেম্বর, ইকবাল হোসেন, আব্দুল গফুর, যুবদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান বাবু ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কাশেম সিরাজুল ইসলাম উজ্জাল সদস্য সচিব ,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান বাবু ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল কাশেম প্রমুখ।