বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে গোটাপাড়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাট সদর উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ-১৭ ‘র ফাইনাল খেলায় গোটাপাড়া ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বিকেলে উপজেলার চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে বারুইপাড়া ইউনিয়ন দলকে ৪-২ গোলে হারিয়ে গোটাপাড়া ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়।
সন্ধ্যায় খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে দুই দলকে নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান, সদর নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুসহ স্থানীয়রা।