নড়াইলে বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের শিকদারের মৃত্যুবার্ষিকী পালিত

0

 

 

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের শিকদারের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে শনিবার বাদ আসর নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী, যুগ্ম-সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভি জর্জ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা কৃষক দলের আহবায়ক নবীর হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজার রহমান,বিএনপি নেতা তলায়েত হোসেন,আহম্মদ আলী, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক রহিম ফকির, মুন্সী বায়েজীদ বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফসিয়ার রহমান,সদস্য সচিব খন্দকার মনজুরুল সাইদ বাবু, নড়াইল পৌর যুবদলের আহবায়ক রিয়াজুল কামাল পাভেল, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জীবন ইসলাম টিপু, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফিরোজ মোল্যা,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানিসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মরহুম আব্দুল কাদের শিকদারের শহরের বাসভবনে গিয়ে তাঁর বিধবা স্ত্রীর সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন।এ সময় বিএনপি নেত্রী মাজেদা খানম টুকটুকি উপস্থিত ছিলেন।