ঝিকরগাছায় মালয়েশিয়া প্রবাসীর কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ

0

 

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় হেলিকপ্টারে বাড়িফেরা মালয়েশিয়া প্রবাসী মেহেদী হাসান বকুল (৩২) এর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় তার পিতা রবিউল ইসলাম ঝিকরগাছা থানায় দুই চাঁদাবাজের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার শিওরদাহ বাজারে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারী রবিউল ইসলামের ছোট ছেলে মেহেদী হাসান বকুল (৩১) দীর্ঘ ১২বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। গত ১৬ মে মেহেদী হাসান বকুল বেসরকারি একটি হেলিকপ্টরে ঢাকা থেকে ঝিকরগাছার শিওরদাহ গ্রামে নিজবাড়িতে আসেন। যা নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করে। যা অনেকের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়! এক পর্যায়ে গত বুধবার সন্ধ্যায় একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে মুন্না (২৮) ও কানাইরালী গ্রামের ইব্রাহিম বক্সের ছেলে সাহেব আলী (২৮) প্রবাসী বকুলকে শিওরদাহ স্কুলগেটের সামনে ইলেকট্রনিক্সের দোকান থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্কুলের পেছনে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় প্রবাসী মেহেদী হাসান বকুল তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে খুন-জখমের হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। জানতে চাইলে ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এসআই সুমন অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।