রামপালে প্রভাবশালীদের বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগ

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপাল উপজেলার সগুনা এলাকায় স্থানীয়ভাবে প্রভাবশালী আবুবক্কর মোল্লা ও খোকন শেখের বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তম কুমার পাল ও চঞ্চল কুমার পাল পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ সুপার অভিযোগটির তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
সগুনা এলাকার ব্রজেন্দ্রনাথ পালের ছেলে উত্তম কুমার পাল বলেন, রামপাল উপজেলার পিত্তে মৌজায় আমাদের ২০ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা এই ঘেরে ধান ও মাছ চাষ করে আসছি। ঘেরের মধ্যের এই জমিতে ফিরোজ নামের এক ব্যক্তির দেড় বিঘা জমি ছিল। কোন কিছু না বলে হঠাৎ করে ফিরোজের কাছ থেকে এই দেড় বিঘা জমি লিজ নেন আবুবক্কর মোল্লা ও খোকন শেখ। তারা ২০ বিঘা ঘেরের দেড় বিঘা লিজ নেয়েই পুরো ঘের দখলের জন্য আমাদেরকে কিছু না
জানিয়ে মাছের পোনা ছাড়েন। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে, স্থানীয় বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ মীমাংসার কথা বলে দুই মাস ধরে ঘুরাচ্ছেন। অবশেষে কোন উপায়ান্তু না পেয়ে পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছি। আমরা যেকোন মূল্যে আমাদের জমি ফিরে পেতে চাই। আরেক ক্ষতিগ্রস্ত চঞ্চল কুমার পাল বলেন, আমাদের আয়ের একমাত্র উৎস এই ঘের। আবুবক্কর মোল্লা ও খোকন শেখ আমাদের ঘের দখল করে নেওয়ায় আমরা খুব বিপদে রয়েছি। এখন না খেয়ে মরার অবস্থা হয়েছে আমাদের। আমরা এর ন্যায় বিচার চাই।
অভিযুক্ত আবুবক্কর মোল্লা বলেন, আমরা নিয়ম অনুযায়ী ঘের লিজ নিয়েছি এবং মাছ চাষ করছি। শুধু শুধু আমাদের বিতর্কিত করার জন্য উত্তম ও চঞ্চল এই অভিযোগ দিয়েছেন।