খালধার রোডে যুবককে মারধির-ছুরিকাঘাতের ঘটনায় মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের গণসংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে শহরের খালধার রোডে ফারুক হোসেন (২০) নামে এক যুবককে মারপিট ও ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বারান্দীপাড়া কদমতলা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান ৬ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন-বারান্দীপাড়া ঢাকা রোড সার গোডাউনের পাশের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে সানি (৩০), সলেমানের ছেলে আব্দুস সালাম (৩০), বারান্দীপাড়া কদমতলার টগরের দোকানের পাশের মৃত আবু জাফরের ছেলে আমিন (৩৮), কদমতলা মোড়ের চায়ের দোকানি মিজানের ছেলে শান্ত (২২), হামিদপুর চানপাড়ার মিজানের ছেলে ইব্রাহিম (২২) ও কদমতলা মিজানের দোকানের পেছনের রাজন (৩৫)।
এজাহারে আশিকুর রহমান উল্লেখ করেছেন, গত ১৩ মে কাজী নাবিল আহমেদের গণসংবধনা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে তিনটার দিকে খালধার রোডস্থ সেঞ্চুরি কিন্ডার গার্ডেনের সামনে পৌছালে আসামিরা তার ওপর হামলা চালায় এবং মারপিট শুরু করেন। এ সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এবং এলাকার ছোটভাই শাহআলমের ছেলে ফারুক হোসেন এগিয়ে আসেন। ফলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এরপর বার্মিজ চাকু দিয়ে তার পায়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। তিনি ঠেকাতে গেলে তার কাছে থাকা সাড়ে ১০ হাজার টাকা ও ৩৫ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেন আসামিরা। পরে হত্যার হুমকি দিয়ে তারা চলে যান। আহত ফারুককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়।