ঝিকরগাছায় যুবদল নেতা নাহিদের মৃত্যু, অনিন্দ্য ইসলাম অমিতের শোক

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম ও উপজেলা মহিলা দলের সভানেত্রী জোসনা আলীমের একমাত্র পুত্র ঝিকরগাছা পৌরসভার ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মামুন হোসেন নাহিদ (৪৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত সোমবার রাত ১১টায় ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
এদিকে সাবেক এই যুবদল নেতা নাহিদের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে ঝিকরগাছায় ছুটে যান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। এসময় তার সাথে ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসি বেগম ও সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তারসহ মহিলাদলের বিভিন্ন নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার জোহরবাদ মোবারকপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নাহিদের দাফন সম্পন্ন হয়েছে। জানাজাপূর্ব পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, মরহুমের চাচা শফিউল আজম রুমি ও চাচাতো ভাই উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান হাসান নিপুন।
জানাজায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর নগর বিএনপির আহবায়ক মারুফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ মিজানুর রহমান খাঁন, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, হাজী আনিছুর রহমান মুকুল, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ্ নেওয়াজ ইমরানসহ ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সাবেক যুবদল নেতা মামুন হোসেন নাহিদের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত ।