জীবন জয়ের প্রত্যয় নিয়ে এগিয়ে চলার বাসনা শত ছাত্রীর

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর॥ ওরা শতজন। বালিকা বলে আর দূরে ঠেলা নয়। বাল্যবিয়েকে দু’পায়ে ঠেলে চোখে জীবন জয়ের প্রত্যয় নিয়ে এগিয়ে চলার বাসনা। আর সেই বাসনা পূরণে এবার ওরা পেলো বাই সাইকেল। তাতে চড়ে ওরা স্বপ্ন জয় করে দেশকে এগিয়ে নেওয়ার দুরন্ত প্রত্যয় জানিয়েছে। এ হচ্ছে যশোর জেলার অভয়নগর উপজেলার মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শত বালিকার কথা। তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বিদ্যালয়ে শিক্ষার্জনের জন্যে আসে। পথে নানা প্রতিকূলতা তবুও ওরা এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর। আর সেই স্বপ্ন পূরণে পথের শত প্রতিকূলতা থেকে রক্ষা করতে শত বালিকার মাঝে ‘স্বপ্ন তরী’ (বাই সাইকেল) উপহার দিল প্রাণ আরএফএল। প্রতিষ্ঠানটি এ বিদ্যালেয়ের শতাধিক বালিকার মাঝে বাইসাইকেল বিতরণ করে স্বপ্ন জয়ের পথ সহজ করে দিয়েছে।
গতকাল শনিবার সকাল ১০ টায় মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সাইকেল বিতরণ করেন। বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আব্দুল গফ্ফার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোরের সিনিয়র কর কমিশনার মো. মেয়াজ্জেম হোসেন, খুলনা করাঞ্চলের কর কমিশনার মো. ফারুক আহমেদ, আপিল বিভাগের কর কমিশনার আ স ম ওয়াহিদুজ্জামান, খুলনাঞ্চলের কাস্টমস কমিশনার মো. শামসুল ইসলাম, বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন প্রমুখ।
সাইকেল পেয়ে আনন্দ উচ্ছ্বাসে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। তারা শত বাঁধা টপকে সাইকেল নামক এ স্বপ্ন তরীতে চড়ে আগামীর স্বপ্ন জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা প্রতিক্রিয়া ব্যক্ত করেন, ‘আমি গর্বিত। আমার শিশুরা আগামীর স্বপ্ন জয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’