জাতীয় স্কুল ক্রিকেট মুসলিম অ্যাকাডেমিকে হারালো কালেক্টরেট স্কুল

0

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের বৃস্পতিবারের খেলায় কালেক্টরেট স্কুলে বোলারদের কাছে ধরাশয়ী হলো মুসলিম অ্যাকাডেমির ব্যাটাররা। জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৫৬ রানে গুটিয়ে গেল তাদের ইনিংস। ফলে ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৩৮ রানের সহজ জয় তুলে নিলো কালেক্টরেট স্কুল। প্রথমে টসে জিতে কালেক্টরেট স্কুল ব্যাট করতে নেমে ৪১ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে তারিক সামি ৩১ , আদ্্িরব জামান বর্ন ২০ এবং নাবিল হাসান ১৫ রান সংগ্রহ করেন। মুসলিম অ্যাকাডেমির শেখ সামি ৩টি,এবং সোহানুর রহমান, আলাউদ্দিন ও সাজ্জাদুর রহমান ২টি করে উইকেট লাভ করেন । জয়ের জন্য মুসলিম অ্যাকাডেমি ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বলে মাত্র ৫৬ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। দলের ১১ জনের ব্যাট থেকে আসে মাত্র ২৬ রান এবং অতিরিক্ত থেকে আসে ৩০ রান। দলের পক্ষে ব্যাট হাতে সাজ্জাদুর রহমান কেবলমাত্র দুই সংখ্যার ১১ রান সংগ্রহ করেন। এছাড়া দলের ৫ জন ব্যাটসম্যান শূন্য রানে সাজ ঘরে ফেরেন। কালেক্টরেট স্কুলের সাদমান খান ৫টি, তারিক মাহমুদ ৩টি এবং হামিম হোসেন ২টি উইকেট লাভ করেন।